সাম্প্রদায়িক সন্ত্রাসকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ এবং সচেষ্ট থাকার আহ্বান

চাঁদপুর মডেল থানা পুলিশের সম্প্রীতি সমাবেশ
আশিক বিন রহিম :
চাঁদপুরে হিন্দু-মুসলিম, খ্রিষ্টান বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার শহরের পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় আলেম ওলামা, হিন্দু সম্প্রদায়ের নেতারা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম বার। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দীন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা মুহতামিম খাজা আহমদ উল্লাহ, জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা জাফর আহমেদ প্রমুখ।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশীদের সভাপতিত্বে ও ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়ার পরিচালনায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাস চক্রটিকে রুখতে সবাইকে সচেষ্ট থাকাতে হবে। তারা সম্প্রীতির এই বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply