হাজীগঞ্জে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি

আশিক বিন রহিম :
হাজীগঞ্জে পৌরসভার নির্বাচনে বরাবরের মতো এবারও পুরুষের তুলনায় নারী ভোটারে উপস্থিতি ছিলো বেশি। শীতকে উপেক্ষা করে ভোর থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি
দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্যে পুরুষদের চেয়ে নারীদের মাঝে বেশি আগ্রহ দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের ক্ষেত্রে ভোট দেয়ার চেয়ে ভোটকেন্দ্রের আশপাশে অযথা ঘুরাফেরা করতে দেখা গেছে। কারো কারো মাঝে ভোট দেয়া নিয়ে কোনো আগ্রহই দেখা যায়নি।
পৌর এলাকার ১৪১ নং খটরা বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,
হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিলো চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সাথে সাথে এসব কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের উপস্থিতি অল্প অল্প করে বাড়তে থাকে।
নাজমা বেগম, অহেরুন্নেছা, জোছনা বেগমসহ বেশ ক’জন নারী ভোটারের সাথে কথা হলে তারা জানান, সকাল সকাল ভোট কেন্দ্রে এসেছি। নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী ভোটার অভিযোগ করে বলেন, কেন্দ্রের বুথের ভেতরে অচেনা কিছু যুবক তাদের হাত থেকে ব্যালট নিয়ে নিজেরাই সিল দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply