হাজীগঞ্জ চার নিহতের পরিবারকে সমবেদনা জানালো পুলিশ

শাখাওয়াত হোসেন শামীম :
গত ১৪ অক্টোবর বুধবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সংঘর্ষে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে শনিবার তাদের বাড়িতে গেলেন হাজীগঞ্জ থানা পুলিশের ওসি হারুনুর রশিদ ও তদন্ত ওসি ইব্রাহিম খলিল।
ওই সময় হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ নিহতর পরিবারের সুখে-দুখে সব সময় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস্ত করেন। হাজীগঞ্জ বাজারের সংঘর্ষে নিহত ইয়াসিন হোসেন হৃদয়ের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিহত ইয়াসিন হোসেন হৃদয়ের কবর জিয়ারত করতে দেখা গেছে।
হাজীগঞ্জ থানা অফিসার ইন-চার্জ হারুনুর রশিদ বলেন, গত বুধবার রাতের ঘটনায় নিহত তিন জনের বাড়িতেই আমরা গিয়েছি। আমরা তাদের পরিবারের সুখে-দুখে সব সময় তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
হাজীগঞ্জ পুজামন্ডল ভাংচুর ও সংঘর্ষের সময় হৃদয়রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ রায়চোঁ ৬নং ওয়ার্ডের নিহত মানিক সাহার পরিবারকে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান মজিব আর্থিক সহায়তা প্রদান করেছে।
ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মো. মনির ও ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মজিবুর রহমান মজিব।
উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জেরে গত বুধবার রাতে হাজীগঞ্জের মন্দিরে হামলার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। এতে ৪ জন নিহত হন। নিহতরা হলেন : টাইলস মিস্ত্রি চাপাইনবাবগঞ্জের সুন্দরপুর বাগডাঙা এলাকার শামসুর রহমানের ছেলে মো. বাবলু (৩৫), হাজীগঞ্জ পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধনী মোড়ার তাজুল ইসলামের ছেলে আল আমিন (১৮), একই এলাকার মো. ফজলুর ছেলে ইয়াছিন হোসেন হৃদয় (১৪) ও পৌরসভার রান্ধনীমোড়ার বাচ্চুর ছেলে মো. শামীম (১৯)।

শেয়ার করুন

Leave a Reply