হাজীগঞ্জ শাহরাস্তি হাইমচরের ২৩ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

শাখাওয়াত হোসেন শামীম/ জাকির হোসেন খান/হাছান আল মামুন :
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি ও হাইমচরের ২৩টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন, শাহরাস্তির ১০টি এবং হাইমচরের ২টি ইউনিয়ন। মঙ্গলবার (২৩ নভেম্বর) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা আনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।
হাজীগঞ্জের ঘোষিত নৌকা প্রতীকের কান্ডারীরা হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. আবদুল হাদী, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকতার হোসেন মিকন, ৫নং সদর ইউনিয়ন, আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. সফিকুল ইসলাম মীর, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আহসান হাবিব, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গাজী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মো. নুরুর রহমান বেলাল কাজী, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. একে এম মজিবুর রহমান।


এদিকে শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে টামটা দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিকুর রহমান মজুমদার, টামটা উওর ইউনিয়নে মহুরুম হুমায়ুন কবীর মজুমদারের ছেলে আলমগীর কবীর পলাশ, মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী মোঃ মোশারফ হোসেন মশু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ডা. আবদুর রাজ্জাক, চিতোষী পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, সূচীপাড়া উওর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সূচীপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ মাহতাবউদ্দিন হেলাল।
এছাড়া হাইমচরে নির্ধারিত দুটি ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাউদ্দিন টিটু হাওলাদার, ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদে শাহাদাৎ হোসেন সরকার।
উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply