কচুয়ায় ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার
কচুয়া প্রতিনিধি :
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে ৪শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাতে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো: আরিফুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উজানী গ্রামস্থ সিকদার বাড়ির মোড় পাকা রাস্তার উপর থেকে কড়ইয়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দে এর পুত্র পরেশ চন্দ্র দে (৪৫), উজানী গ্রামের মৃত ফজর আলীর ছেলে মনির হোসেন (৫০), ধামালুয়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে সাদ্দাম হোসেন (২৫) এর কাছ থেকে দেহ তল্লাশী করে ৪শ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পরেশ, মনির ও সাদ্দাম এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করে। পরদিন বুধবার তাদের কোর্টে সোপর্দ করার মধ্যে দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।