চাঁদপুরে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১১২ জন। রবিবার দিনে সংগ্রহ করা ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৪ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১১২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৪ জন। সুস্থ হয়েছেন ৩৪০৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৫৬ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৫ জন। বাকী ৫৪১ জন হোম আইসোলেশনে আছেন।
২৫ এপ্রিল পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১৮৯৩ জন, হাইমচরে ২০৯ জন, মতলব উত্তরে ২৭৯ জন, মতলব দক্ষিণে ৩৭৪ জন, ফরিদগঞ্জে ৪২৬ জন, হাজীগঞ্জে ৩৮৭ জন, কচুয়ায় ১৫৩ জন এবং শাহরাস্তিতে ৩৫২ জন।
মৃত ১১৩ জনের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, ফরিদগঞ্জে ১৬ জন, হাজীগঞ্জে ১৯ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।

 

শেয়ার করুন

Leave a Reply