চাঁদপুরে একদিনে ৬৪ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে আরও ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩২ জন, মতলব উত্তর ৪, মতলব দক্ষিণের ৮ জন, হাজীগঞ্জের ৭ জন, ফরিদগঞ্জের ১২ জন, হাইমচরের ১ জন রয়েছেন। একই দিনে ২৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৯ জন, মতলব দক্ষিণের ১জন, হাইমচর ১, হাজীগঞ্জের ১ জন, কচুয়ায় ১ জন ও ফরিদগঞ্জের ১জন।
১২ এপ্রিল এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬৩২জন। মৃতের সংখ্যা ১০৩জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৫৩জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৬জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার (১১ এপ্রিল) দিনভর সারা জেলায় ২৪৯জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৬৪জন করোনায় আক্রান্ত, বাকী ১৮৫জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৬৩৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৬৭১জন, ফরিদগঞ্জে ৩৮৮জন, মতলব দক্ষিণে ৩৫৩জন, হাজীগঞ্জে ৩৩৬জন, শাহরাস্তিতে ৩০১জন, মতলব উত্তরে ২৫৯জন, হাইমচরে ১৯৯জন ও কচুয়ায় ১২৫জন।
করোনায় জেলায় মোট মৃত ১০৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৬জন, হাজীগঞ্জে ১৮জন, ফরিদগঞ্জে ১৫জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় ৭জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ২জন।

 

শেয়ার করুন

Leave a Reply