চাঁদপুরে করোনা আক্রান্ত ১১০, মৃত্যু ২ জনের

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ১১০ জনের করোনা সনাক্ত হয়েছে। ১১ জুলাই রোববার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন করে মৃতের তালিকা যুক্ত হয়েছেন আরও দুই জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৪ জন, মতলব উত্তরে ৩ জন, ফরিদগঞ্জে ১৬ জন, হাজীগঞ্জে ৭ জন, কচুয়ায় ১ জন, মতলব দক্ষিণে ৩ জন, শাহরাস্তিতে ২৬ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ২২৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩২ জন। ১১ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ১২৯ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১১ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯৬৪ জন, হাইমচরে ২৯১ জন, মতলব উত্তরে ৩৩৭ জন, মতলব দক্ষিণে ৫৪২ জন, ফরিদগঞ্জে ৬৮৩ জন, হাজীগঞ্জে ৬১৮ জন, কচুয়ায় ২২৩ জন, শাহরাস্তিতে ৬১৮ জন।
মৃত ১৩২ জনের মধ্যে সদর উপজেলায় ৫১ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩২৭ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ২৫৭ জন আর নেগেটিভ ২৮ হাজার ৭০ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০১৫ জন। এদের মধ্যে ৫৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৯৫৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply