চাঁদপুরে দীপু মনির বাড়িসহ আ.লীগ নেতাদের বাড়িতে ভাংচুর-আগুন, লুটপাট
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বাসায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার (০৫ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের নতুনবাজার এলাকাস্থ বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করেন। এর কিছুক্ষণ পর থেকেই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে যুবকরা চাঁদপুর শহরের আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর শুরু করে। বিকেল ৪টার দিকে ভাংচুর শুরু হয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বাসা ও তার ভাই ডা. জে. আর ওয়াদুদ টিপুর জিম সেন্টরে। এসময় দীপু মনির বাসার আসবাবপত্র, জিম সেন্টারের সব সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায়।
অপরদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুলাল পাটওয়ারী বাড়ি, চাঁদপুর পৌরসভা, পৌর মেয়র জিল্লুর রহমান এর বাড়ি, আওয়ামী আইনজীবীদের ভবন, জেলা ক্রীড়া সংস্থা, আওয়ামী পন্থী আইনজীবীদের অফিস, জিআরপি থানায় আগুন দেয়া হয়েছে।
এ সময়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। প্রতিরোধে আসতে পারেনি পুলিশও।