চাঁদপুরে নানা কর্মসূচিতে উদযাপিত হবে বাংলা নববর্ষ

আমাদের সংস্কৃতিকে ধারন ও লালন করতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সার্বজনীন একটি উৎসব।গত ২ বছর করোনার কারণে আমরা এ অনুষ্ঠান উদযাপন করতে পারি নাই। এবছর সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা এ উৎসব পালন করবো। এ উৎসবে যেন সংযমের কোন ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাষ্ট্র আমাদের যে ধরণের নির্দেশনা দেয় তা মানতে হবে। আমাদের সংস্কৃতিকে আমাদের বহন করে নিয়ে যেতে হবে। আমাদের সংস্কৃতিকে ধারন করতে হবে এবং আমাদের সংস্কৃতিকে আমাদেরই লালন করতে হবে।
জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থ জোরদার করতে হবে। আমাদের পূর্বে অভিজ্ঞতা থেকে দেখেছি যারা সংস্কৃতিকে বিশ্বাস করে না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের জন্যে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। আমাদেরও সহযোগিতা থাকতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, ১ বৈশাখে উৎসবের দিনে র‌্যালি, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ ৩ টি ইভেন্ট হচ্ছে আমাদের মূল। র‌্যালিটি সকাল ৮টায় হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু করে প্রেসক্লাবের পিছনে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। রমজান মাস উপলক্ষে আমাদের সময়সীমা কিছুটা কমিয়ে আনতে হবে। আগে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কিন্তু এবার রমজান মাস উপলক্ষে বেলা ৩টার মধ্যে মেলাসহ সকল কিছু সমাপ্ত করতে হবে। তিনি বলেন, র‌্যালিতে আমাদের দেশজ ঐতিহ্য বহন করে এমন কিছু আনতে হবে। আমাদের গ্রামীন ঐতিহ্য, গৃহস্থালি, দেশীয় হস্তজাত শিল্প, লাঙ্গল, জোয়াল, কৃষান, কৃষাণী তথা আবহমান বাংলার ঐতিহ্য ফুটে তুলতে হবে। অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকবে। নববর্ষের উদযাপনে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, শরীফ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply