চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর করােনা প্রতিরােধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর জারীকৃত গণবিজ্ঞপ্তি প্রতিপালনার্থে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় ও সড়ক পরিবহন আইনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মামলায় ১১জনকে ৪১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১১ জনের মধ্যে ১জনকে পরিবহন আইনে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা মূলক প্রচারণাও করেন চাঁদপুর জেলা প্রশাসন।
শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ইলিশ চত্বর, হকার্স মার্কেট, কালীবাড়ির মােড় ও বড় স্টেশন মােলহেডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক বলেন, করােনাভাইরাস প্রতিরােধে
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহােদয়ের নির্দেশে আমরা জনগনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি। এছাড়াও আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করছি। ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন আনসার ব্যাটলিয়ান সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply