চাঁদপুরে ৬৫ জনের করোনা সনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৬৫ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৬ জুলাই শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪৪ জন, হাইমচরে ১ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ৮ জন, কচুয়ায় ১ জন, মতলব দক্ষিণে ২ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৮৭৮ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪০ জন। ১৬ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৮০ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৬ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩২১৩ জন, হাইমচরে ৩০৫ জন, মতলব উত্তরে ৩৫০ জন, মতলব দক্ষিণে ৬০৯ জন, ফরিদগঞ্জে ৭৪৮ জন, হাজীগঞ্জে ৬৯৭ জন, কচুয়ায় ২৪০ জন, শাহরাস্তিতে ৭১৬ জন।
মৃত ১৪০ জনের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, ফরিদগঞ্জে ২৪ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১৩ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৭০১ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ৮৫৯ জন আর নেগেটিভ ২৮ হাজার ৮৪২ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫৮ জন। এদের মধ্যে ৩১ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৩২৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply