চাঁদপুরে ৮ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা এবং পরিচালক প্রশাসন এর তত্ত্বাবধানে ও চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৭ এপ্রিল) সদর উপজেলার বাবুরহাট বাজারে এবং ওয়্যারলেস বাজারে অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর কার্যালয় থেকে জানানো হয়, বাজার তদারকিতে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়।
নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে দাম রাখায় এবং মূল্য তালিকা না প্রদর্শন করায় ৮টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শ’ জরিমানা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply