চাঁদপুরে ৯শ’ পরিবারের মাঝে হাজী কাউছ মিয়ার খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক :
বৈশ্বিক মহামারি করোনায় চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন বাংলাদেশের সফল ব্যবসায়ী এবং শ্রেষ্ঠ করদাতা হাজী মো. কাউছ মিয়া। ৭ মে বৃহস্পতিবার সকাল থেকে চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা মাঠে পৌর এলাকর মাদ্রাসা রোড ও নিশি বিল্ডিং রোডের ৯০০টি পরিবারের মাঝে টোকেনের মাধ্যমে ২০ কেজি করে যাকাত ফান্ডের চাল বিতরণ করা হয়। সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন হক বাবুল, চাঁদপুর মডেল থানা পুলিশ, এলাকার মুরুব্বি কাসেম প্রধানিয়া, মর্তুজা বেপারিসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং এলাকার গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
হাজী মো. কাউছ মিয়ার পক্ষে কাউছ মিয়ার প্রতিনিধি দেলোয়ার হোসেন দেলু দর্জি উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এই যাকাতের চাল বিতরণ করেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রমণের পর থেকে আলহাজ্ব কাউছ মিয়ার নিজস্ব তহবিল থেকে জেলায় ১০ হাজার হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন। পরবর্তীতে ৬ ও ৭ মে পুনরায় তিনি যাকাতের ফান্ড থেকে প্রায় ২ হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেন।

শেয়ার করুন

Leave a Reply