চান্দ্রা শিক্ষিত বেকার ও শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমবায় সমিতি পরিদর্শনে মালয়েশিয়ার শীর্ষ সমবায় সংগঠনের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক :
মালয়েশিয়ার শীর্ষ সমবায় সংগঠন Koperasi Pembiayaan Syariah ANGKASA Berhad (KOPSYA) এর ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চাঁদপুর এসেছেন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এই প্রতিনিধি দল চাঁদপুরের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি এবং শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমিতি পরিদর্শন করেন।
এসময় তাদের স্বাগত জানান, জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী মোঃ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি চাঁদপুর তথা বাংলাদেশের শীর্ষস্থানীয় সমবায় সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমিতির কার্যক্রমও পরিদর্শন করেন তারা। পরে উভয় সমিতির সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় করেন দলটি । এ সময় সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও মালয়েশিয়ার সমবায় সমিতির কার্যক্রম, সমস্যা-সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলটি চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির কার্যক্রম দেখে ভুয়সী প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে সমিতির সফটওয়্যার সিস্টেম ব্যতিক্রমী ও উদ্ভাবনী আখ্যায়িত করে এই সফটওয়্যার মালয়েশিয়ায় নিয়ে তা ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। চান্দ্রা সমিতিও তাদের সফটওয়্যার প্রদানের সম্মতি জানান। এছাড়া চান্দ্রা সমিতির সার্বিক কার্যক্রম অনুসরণ করবেন বলে জানান তারা। চান্দ্রা সমিতির নেতৃবৃন্দকে মালয়েশিয়া গমন ও সেদেশের সমিতির কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান মালয়েশিয়ান প্রতিনিধি দল।
পরিদর্শন, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কুমিল্লা সমবায় একাডেমীর অধ্যক্ষ কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ ইন্সুরেন্স কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মাসুদা বেগম, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের পরিচালকবৃন্দ ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
মালয়েশিয়ান প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সেদেশের জাতীয় সমবায় ইউনিয়নের ডেপুটি চেয়ারম্যান দাতো মোঃ জামিল বিন ওসমান, সেক্রেটারি হাজী আলিমেন বিন আহমেদ, ট্রেজারার হাজী মোহাম্মদ নূর বিন মোহাম্মদ।










