নবযোগদানকারী সহকর্মীদের শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালয়ের আওতাধীন সাধারণ সংস্থাপনভুক্ত ১৩-১৬ গ্রেডের নব যোগদানকৃত ১৬জন কর্মচারীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নব যোগদানকৃতের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
এসময় জেলা প্রশাসক নব যোগদানকৃত কর্মচারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, দেবযানী কর প্রমূখ।