পুরাণবাজারে ৫শতাধিক অসহায় পেলেন শীতবস্ত্র ও খাবার
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরেরর পুরানবাজারে সাড়ে ৫শ’ অসহায়দের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করলেন সমাজসেবিকা তানিয়া ইসলাম।
বুধবার দুপুরে ‘সবাই মিলে’ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি এই খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন। অসহায়ের মধ্যে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধাসহ নানা বয়সের জনসাধারণ ছিলো।
এ বিষয়ে সবাই মিলে প্রতিষ্ঠানের কর্ণধার তানিয়া ইসলাম বলেন, ভালো লাগা থেকে নিজের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই। আমার সামান্য কাজে যদি অসহায় মানুষের মুখে এক চিলতে হাসি ফুঁটে। তবেই আমি আমার কাজে তৃপ্তি পাই।
তিনি আরও বলেন, আমি আগে থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। আমার এমন কাজে আমার পরিবারও আমাকে খুব সমর্থণ ও উৎসাহ দেয়। সবার কাছে দোয়া চাই যাতে আমি সবসময় আমার এধরনের ভালো কাজগুলো অব্যাহত রাখতে পারি।
এসময় সবাই মিলে প্রতিষ্ঠানের সদস্য মালিহা ইসলাম, সাদ্দাম হোসেন, শাহ-আলম বেপারী, লাভলী এস. জেসিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।