প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে ৪০ লক্ষ টন ধান ক্রয় ও বিনা সুধে ঋণ দেওয়ার দাবি

গত ৭ মে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রীর বরাবরে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে ১১ দফা দাবীতে স্মারকলিপি প্রধান করা হয়। স্মারকলিপির মূল প্রতিপাদ্য বিষয় ছিল- বৈশ্বিক করোনার কারনে, দেশব্যাপী লকডাউন চলছে। এতে করে দেশের কৃষক-ক্ষেত মজুরসহ শ্রমজীবি মানুষ উৎপাদনমূখী কর্ম করতে না পারার কারনে দেশে অর্থনীতিতে ও কৃষি ব্যবস্থায় মারাত্মক ধস নামতে পারে এতে করে মহামারী ও কৃষি ব্যবস্থায় মারাত্মক ধস নামতে পারে এতে করে মহামারী ও মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই সঙ্কটের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে কৃষকদের উৎপাদিত বোরোধান সরকারের নির্ধারিত ১০৪০ টাকা মন ধরে খোদ কৃষকদের কাছ থেকে, প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে ৪০ লাখ টন ক্রয় করা, বিনা সুধে ১০ হাজার টাকা ঋণ দেওয়া ভ‚মিহীন-ক্ষেতমজুর ও ক্ষুদ্র চাষীদের আর্মি রেটে রেশন দেওয়া, সার বীজ-সেচ-ডিজেল-বিদ্যুৎ-কীটনাশকসহ কৃষি উপকরণ সরকারী সহায়তা আরো বাড়ানোর ও উন্নয়ন বাজেটে ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবী সহ ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রধান করেনÑ ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহŸায়ক জুটন, আবু তাহের, মজিদ শেখ, শাহজাহান তালুকদার প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply