ফরিদগঞ্জে সিএনজি স্কুটারের ধাক্কায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বাবা নিহত
জাকির হোসেন সাঈদ :
ফরিদগঞ্জে সিএনজি স্কুটারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলামের বাবা মো. রহমত আলী নিহত হয়েছেন। ২১ সেপেটম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর রাস্তার মাথায় সিএনজি ও মোটরসাইকেল এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহমত উল্লাহ (৫৫) একই উপজেলার পৌর এলাকার চরকুমিরার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানিয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, বিপরীত দিক থেকে আসা সিএনজি চাঁদপুর-থ ১১-০৯০২ অপর দিক থেকে আশা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে সড়কে রহমত আলী ছিটকে পড়েন। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
রহমত আলী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান। তিনি কামতা পল্লী বিদ্যুৎ অফিস থেকে আসার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। এছাড়া ঘটনার স্থল থেকে সিএজিটি আটক করা হলেও চালক পালাতক রয়েছে।