মতলব উত্তরে ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তরে ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শ্রী দামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
চাঁদপুর পুলিশ মিডিয়া সেল জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামালের দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদের তদারকিতে এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ আবদুল আউয়ালসহ ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন দূর্গাপুর ইউনিয়নের ঋষিকান্দি গ্রামের রক্ষাকালী মন্দির এর পূর্ব উত্তর পার্শ্বে মাদক ব্যবসায়ী শ্রীদাম তার বসত ঘর হতে আসামী শ্রী দাম (৬০), পিতা- মৃত রমেশ, মাতা- প্রিয়বালা ঋষি, সাং- ঋষিকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে ২৬ মে রাতে গ্রেফতার করেন। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর বসত ঘর তল্লাশী করে তার খাটের পার্শ্বে হতে ১টি নীল রংয়ের মুখ বন্ধ প্লাস্টিকের ড্রাম যার ভিতর ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।