মাদকবিরোধী অভিযানে মাদক সম্রাট খালেক গ্রেফতার

মোশারফ হোসেন তালুকদার :

মতলব দক্ষিণে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ও নগদ ৫৬ হাজার ৪শ ৬০ টাকা সহ একাধিক মাদক মামলার চিহ্নিত আসামী খালেককে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

১৫ মে, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ সাকিব হোসেন তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার নায়েরগাঁও বাজার সংলগ্ন নাযেরগাঁও ব্রীজের উপর অভিযান পরিচালনা করেন। এই অভিযানের ফলস্বরূপ দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে খালেককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও নগদ ৫৬ হাজার ৪শ ৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী খালেককে মাদক আইনে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বলেন, “আসামী খালেককে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন