শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড তাঁতীদলের কমিটি গঠন
মিজান পাটওয়ারী :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড তাঁতীদলের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। গত ৪অক্টোবর শুক্রবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ রনবলিয়া বাইতুল মামুন জামে মসজিদ মাঠে এক আলোচনা সভা শেষে উক্ত ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কমিটিতে মোঃ কামাল হাজীকে সভাপতি, মোঃ নেকবর হোসেন গাজীকে সাধারণ সম্পাদক, মোঃ রাশেদ গাজীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জাকির ঢালীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এদিকে উক্ত কমিটি ঘোষণার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও গতিশীল করার আহবান জানিয়ে বলেন, বিগত ১৬বছর বহু মামলা হামলায় বিএনপি সংগঠন শান্তিতে থাকতে পারে নি। এখন আমাদের কথা বলার সময় হয়েছে। জনগণের কল্যানে জনগণের পাশে দাঁড়ানোর সময় হয়েছে। তাই বলে কোন প্রকার অপরাধ, হয়রানী ও চাঁদাবাজিতে লিপ্ত হওয়া যাবে না। যদি এমন কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিবো।
ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক শাহাদাত গাজীর সভাপতিত্বে, সদস্য সচিব সাহাবুদ্দিন মল্লিক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইউপি সদস্য কবির হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল নেতা ইউছুফ গাজী, ছাত্রদল নেতা কাউছার গাজী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ওয়ার্ড বিএনপি নেতা বিল্লাল গাজী, ইউনিয়ন যুবদল নেতা হান্নান পাঠান, আলমগীর গাজী সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ক্যদাশনঃ সভাপতিঃ কামাল হাজী, সম্পাদকঃ নেকবর গাজী, সাংগঠনিকঃ জাকির ঢালী।