শাহমাহমুদপুর ইউনিয়নে ১২’শ ২৭ জন পেলো ঈদুল আজহার স্পেশাল বরাদ্দের চাল
মিজান পাটওয়ারী :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে পবিত্র ঈদ উপলক্ষে স্পেশাল বরাদ্দের চাল পেলো ১২’শ ২৭ জন দরিদ্র মানুষ। গতকাল ২০মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের প্রদত্ত শ্লিপের মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ১০কেজি হারে এ চাল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত চাল বিতরণে সহযোগিতায় ছিলেন।
উক্ত চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের খোকা।
ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরসাল আহমেদ এর পর্যবেক্ষনে ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আবেদিন এর সহযোগিতায় রাজনৈতিক নেতৃবৃন্দের অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোবারক হোসেন গাজী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, ইউপি সদস্যগণ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শওকত ক্বারী, শাহমাহমুদুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মল্লিক প্রমখ।