শিশুদের এদেশের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই : জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
’স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খলা ছিড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’ এ প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, শিশুশ্রম দিবসে শুধুমাত্র শিশুশ্রম প্রতিরোধ করা সেটাই মূল উদ্দেশ্য নয়। শিশুশ্রম প্রতিরোধ করে সেসব শিশুদের তাদের সঠিক জায়গায় স্থান দেয়া। যারা শিশুশ্রমের আওতাধীন আছে, তাদের সঠিক তালিকা করা উচিত এবং সেগুলোর ক্যাটাগরি করা উচিত।
ডিসি বলেন, উদ্দেশ্য হচ্ছে শিশুশ্রম বন্ধ করে শিশুদের লেখাপড়ার মধ্যে নিয়ে আসা। শিশুদের লেখাপড়াটা করালে অন্তত সেসব শিশুরা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে। আমরা সবাই মিলে শিশুশ্রমকে না করি। শিশুদের এদেশের সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্মা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমানের সঞ্চালনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি উপস্থাপন করেন শিশুশ্রম অধিদপ্তর চাঁদপুরের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মেহেদী হাসান।