স্কুল জীবন থেকেই শিল্পমনা হীরামনি এখন মাঠ প্রশাসনের দক্ষ কর্মকর্তা

মারুফা সুলতানা খান হীরামনি ১৯৮৭ সালের ৭ ডিসেম্বর নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন খান এবং মাতা রাবেয়া আক্তার এবং ছোট দুই ভাইয়ের ছোট একটি পরিবারে নিজ এলাকাতেই তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই শান্ত-শিষ্ট, মেধাবী এবং শিল্পমনা এই মানুষটি স্কুলজীবনেই বিভিন্ন প্রতিযোগীতা যেমন নাচ, গান, আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করে হয়েছেন পুরস্কৃত, কুড়িয়েছেন প্রশংসা। তার অসামান্য মেধার ফলস্বরূপ ১নং মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে এবং মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হতে ৮ম শ্রেণীতে হয়েছেন বৃত্তিপ্রাপ্ত। অতঃপর সেই একই স্কুল থেকে কৃতিত্বের সাথে এস এস সি পাস করেন এবং পরবর্তিতে ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন ও এইচ এস সি পাস করেন। এরই ধারাবাহিকতায় উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান ঢাকায়। ছোট বেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি অসামান্য টানের ফলে স্নাতক এবং স্নাতোকোত্তরে বিষয় হিসেবে বেছে নেন ফলিত শিল্পকলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকনমিক্স কলেজ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে পরিবার, শিক্ষক এবং শুভাকাক্সক্ষীদের মুখ উজ্জ্বল করেন। ইতোমধ্যে নেত্রকোণার মদন থানার ফতেপুর গ্রামের সম্ভ্রান্ত দেওয়ান বাড়ির দেওয়ান মেরাজ ইয়ার চোধুরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্নাতক চতুর্থ বর্ষে থাকাকালীন প্রথম কন্যা সন্তানের মা হোন। পরবর্তিতে অসামান্য ধৈর্য এবং চেষ্টায় ৩৫ তম বিসিএস এ প্রশাসন ক্যাডার অফিসার হিসেবে যোগদান করেন। চাদপুর জেলা প্রশাসনে, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু হয় এবং প্রায় দুই বছর চাঁদপুর থাকাকালীন অসামান্য দক্ষতার পরিচয় দেন। অতঃপর কিছুদিন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন এবং বর্তমানে ফরিদপুরের সালথা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত উন্নয়নের অংশ হিসেবে, নিয়মিত লেখালেখি করেন এবং সময় পেলে সংগীত এবং আবৃত্তি চর্চা করেন। তার বিভিন্ন বিষয়ের উপর লিখা বেশ কিছু প্রবন্ধ এবং কবিতা দৈনিক পত্রিকায় ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রজাতন্ত্রের এই গুণী কর্মচারি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং কোর্স।
মারুফা সুলতানা খান হীরামনিকে দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশক পূর্তি উপলক্ষে পত্রিকার লেখক সুহৃদ হিসেবে সম্মাননা জানাচ্ছে পত্রিকা পরিবার।

শেয়ার করুন

Leave a Reply