হাইমচরে আদালতের নিষেধাজ্ঞায় কাজ বন্ধ, নিরীহ ব্যবসায়ীকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

হাইমচর প্রতিনিধি :

হাইমচরে জমি সংক্রান্ত বিরোধে আদালতের নিষেধাজ্ঞায় নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয়ায় চা দোকানী নুরুল আমিনকে নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে।
হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের সৈয়দ আহাম্মেদের সাথে একই বাড়ির রহমান ছৈয়ালের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সৈয়দ আহাম্মদ ছৈয়ায়ালের ভোগ দখলে থাকা জমি জোরপূ্বক দলবল নিয়ে বসত ঘর নির্মান কাজ শুরু করেন রহমান ছৈয়াল। সৈয়দ আহমেদ নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত চলমান কাজের ওপর অস্থায়ী স্থিতিবস্থা বজায় রাখার জন্য হাইমচর থানা পুলিশকে নির্দেশনা দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চলমান নির্মান কাজ বন্ধ রাখার জন্য নোটিশ প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রহমান ছৈয়াল একই বাড়ির আলগীবাজার থানার সামনের চা দোকানী নুরুল আমিনকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেন।

এ বিষয়ে চা দোকানী নুরুল ইসলাম জানান, আমি একজন ক্ষুদ্র চা বিক্রেতা। আমার চাচা সৈয়দ আহমেদের ২৪ নং কমলাপুর মৌজার ১৫২ নং খগতয়ান বিএস ১১৯৪ দাগে বাড়িতে ১২ শতক জমি রয়েছে। জীবিকার তাগিদে তিনি নারায়নগঞ্জে থাকেন। বাড়িতে না থাকার সুযোগে ঐ জমিতে হঠাৎ করে রহমান সৈয়াল জোর করে বাড়ি নির্মাণ কাজ শুরু করে। তিনি সংবাদ পেয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। ঐ মামলায় চাঁদপুর আদালত কাজের ওপর উভয় পক্ষের কাজের নিষেধাজ্ঞা প্রদান করেন। হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে অভিযুক্ত জায়গায় কাজ না করার জন্য নোটিশ দিয়ে আসেন। এর পর থেকে রহমান ছৈয়াল তোফায়েল ছেয়াল গং আমার বিরুদ্ধে নানান ভাবে ষড়যন্ত্র শুরু করে। তারা আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। আপনারা তদন্ত করে দেখুন আমি একজন চা দোকানী, আমি বছরেও ১ বার থানায় যাইনি। তারা আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমার ক্ষতি করার পায়তারা করছে এবং আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকী দিয়ে আসছে। আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এর সাথে বিন্দুমাত্র জড়িত নাই।

শেয়ার করুন