হাজীগঞ্জে ফার্মেসির আড়ালে অবৈধ প্যাথলজি বাণিজ্য

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে ফার্মেসীর আড়ালে চলছে অবৈধ প্যাথলজি বানিজ্য। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তুলি ফার্মেসীতে করা হচ্ছে রক্ত পরিক্ষা এবং দেওয়া হচ্ছে রিপোর্ট।সরেজমিনে গিয়ে জানা যায় মফিজুল ইসলামের মালিকানাধীন তুলি ফার্মেসীতে একজন কর্মচারী দিয়ে কম্পিউটারের মাধ্যমে রক্তের বিভিন্ন পরিক্ষার রিপোর্ট প্রধান করা হয়। যার নেই কোন নুন্যতম প্রাথমিক শিক্ষা। ফার্মেসির আলমীরাতে ওষুধ সাজানো থাকলেও ভেতরে একটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন রয়েছে। প্রশাসন থেকে কেউ আসলে বাহিরে ফার্মেসি ভিতরে ফটোকপি। এভাবে চালিয়ে যাচ্ছেন রমরমা অবৈধ প্যাথলজি ব্যবসা। অনুসন্ধানে গিয়ে এক সংবাদকর্মী নিজেই রুগি সেজে পরীক্ষার জন্য ভিতরে প্রবেশ করে। ওই সংবাদকর্মী মাত্র দুই মিনিটে তার ব্লাড পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে হতভম্ব। যেখানে বসে ঔষধ বিক্রি করে, টাকা লেনদেন হয়, সেখানে বসেই ব্লাড টেনে, সেখানেই পরীক্ষা করে। ভিতরের রুমের কম্পিউটার থেকে রিপোর্ট প্রদান করে। অবাক করা কান্ড হলো তুলি ফার্মেসীর ভিতর যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, আর সেখানে বসেই দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের পেডে তৈরী করে দেওয়া হচ্ছে রিপোর্ট। অথচ খোঁজ নিয়ে জানা যায় , দুই বছর আগেই দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ার পর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেব আহম্মেদ চিশতীকে বিষয়টি অবহিত করা হয়। তাৎক্ষণিক ওনার নির্দেশে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ ও সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে এই তুলি ফার্মেসীতে অনিয়মের তালিকা তৈরী করেন। তুলি ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে গোপন ভিডিও ও তথ্য বিবরণী উপস্থাপন করলে তিনিও সত্যতা স্বীকার করেন। পরে তিনি তার ভুলের জন্য অনুশোচনা করে বলেন, তিনি আর কখনো এই ফার্মেসীতে এমন অবৈধ কাজ করবেন না। এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ বলেন, আমরা এই প্রতিষ্ঠানের অবৈধ প্যাথলজি বানিজ্যের সত্যতা পেয়েছি, সকল তথ্য সংগ্রহ করছি এবং আমাদের উর্দতম কর্মকর্তাকে অবহিত করেছি। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply