হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে শুরু হয়েছে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান। শুক্রবার (১৬ মে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় ৩৬ টাকা কেজি ধরে প্রতি মন ( ৪০কেজি ) ১৪৪০ টাকা হারে ৬৬৯ মেট্রিক টন ধান ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম।
খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং কৃষকরা লাভবান হবেন।
উদ্বোধনী দিনে স্থানীয় কৃষকরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। তারা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির মাধ্যমে ন্যায্য লাভের আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ফারজানা আক্তার মিলি,
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ,হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কামাল হোসেন পাটোওয়ারী,সহকারী উপ খাদ্য পরিদর্শক নাসিমুল করিম,অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা ।
এ বারের বোরো সংগ্রহ অভিযানের মূল উদ্দেশ্য হলো,কৃষকের উৎপাদিত ধান-চালের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জাতীয় খাদ্য মজুদকে আরো শক্তিশালী করা।