আইজিপি’র অনুদান পেল করোনাযুদ্ধে শহীদ পুলিশ সদস্যের পরিবার

নিজস্ব প্রতিবেদক :

আইজিপি বেনজীর আহমেদের পক্ষ থেকে অনুদান পেলেন করোনাযুদ্ধে শহীদ পুলিশ সদস্য মোখলেসুর রহমানের পরিবার। এছাড়াও ঝুঁকিভাতা হিসেবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা এবং ওয়াল্টন কোম্পানীর পক্ষ থেকে ১ লক্ষ টাকা নগদ প্রদান করেন।

পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) পুলিশ সদস্য মোখলেসুর রহমানের পরিবারের নিকট উক্ত ৬ (ছয়) লক্ষ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মিজানুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আসাদুজ্জামান ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম।

পুলিশ সুপার জানান, আইজিপি স্যারের পক্ষ থেকে রোববার তার স্ত্রীর কাছে টাকাসহ উপহার সামগ্রী প্রদান হয়েছে।

এ সময় উপস্থিত শহীদ পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পরেন।
শহীদ পুলিশ সদস্য মোখলেসুর রহমান চট্টগ্রাম জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন। তিনি গত ১৯ মে মারা যান। তার বাড়ি শাহরাস্তি থানাধীন টামটা গ্রামে। পারিবারিক জীবনে তিনি ৩ জন কন্যা ও ১ পুর সন্তানের জনক ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply