আমেরিকায় রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউল আহ্ছানের দাফন, জণপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কৃতিসন্তান নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাফিক সুপারভাইজার শহরের হাজী মহসীন রোডস্থ বাগ-এ-আহ্ছান নিবাসী মোঃ জিয়াউল আহ্ছান (জিয়া) এর মৃত্যুতে তার সহপাঠীসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন। মরহুমের সহপাঠী বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বর্তমান আইজি বেনজির আহম্মেদের স্ত্রী জিসান আহমেদ, এডিশনাল ডিআইজি রকফার সুলতানা খানম (প্রটোকল ও প্রটেকশন), বাংলাদেশ পুলিশ, রেমন্ড আরেং, কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, মোঃ নুরুল ইসলাম, প্রিন্সিপাল, ঢাকা আইডিয়েল কমার্স কলেজ, ঢাকা, মোঃ খাইরুল ইসলাম সৌরভ, পেট্রোবাংলা জিটিসিএল ম্যানেজার (আশুগঞ্জ), এছাড়া চাঁদপুরস্থ এসএসসি ৮৫ ব্যাচ এর বন্ধুমহল, ঢাকা বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগ, ঢাকার সাভারের বিকেএসপি কর্তৃপক্ষসহ বিভিন্ন মহল মরহুমের প্রতি গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এদিকে গতকাল সোমবার রাত ৮টায় মরহুমের জানাজা ও দাফন নিউইয়র্ক পুলিশ বিভাগ যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করেন। চাঁদপুরের বিভিন্ন স্থানীয় দৈনিক ও দেশের ইলেক্ট্রনিক্স মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে মরহুমের মৃত্যুর সংবাদ প্রকাশ করায় মরহুমের শোকসন্তপ্ত পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উলে­খ্য, চাঁদপুরের কৃতিসন্তান হাজী মহসীন রোডস্থ বাগ-এ-আহ্ছান নিবাসী ভাষাসৈনিক মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম ফজলুল হক-এর পঞ্চম পুত্র মোঃ জিয়াউল আহ্ছান (জিয়া) প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে গত ২৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০মিঃ ইন্তেকাল করেন (ইন্না…………রাজেউন)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাফিক সুপারভাইজার হিসেবে কর্তব্যরত অবস্থায় গত ২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কস্থ আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

গতকাল ২৭ এপ্রিল সোমবার স্থানীয় বিভিন্ন পত্রিকায় আমাদের অজানায় ভুলবশতঃ মোঃ জিয়াউল আহ্ছান এর পদবী নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাফিক সার্জেন্ট ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে মরহুমের পদবী হবে নিউইয়র্ক সিটি পুলিশ সুপারভাইজার। অর্থাৎ ট্রাফিক সার্জেন্টদের সুপারভাইজার ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply