এদেশের মাটিতে কোনো সন্ত্রাসীর যায়গা হবে না : নির্মল রঞ্জন গুহ

হাসান আল মামুন :
২০০৪ সালে সন্ত্রাস বিরোধী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবণ বাঁচাতে গিয়ে আত্মোৎসর্গকারী শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর স্বরণে হাইমচরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলনস শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়
গতকাল ২১ আগস্ট ২০২১ শনিবার বিকেলে গ্রেনেড হামলায় নিহত শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর স্মরণে হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজনে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড. হেলাল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস জুয়েল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। এ সময় তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যা করতে চেয়েছিল সন্ত্রাসীরা। ২৪ জন সূর্য সন্তান নিজেদের জীবন উৎসর্গের করেছে। তাদের মধ্যে অন্যতম হাইমচরের কৃতি সন্তান শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারী। সেদিন গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার শান্তির জন্য অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। এদেশের মাটিতে কোনো সন্ত্রাসীর যায়গা হবে না। তিনি বলেন, কুদ্দুস পাটওয়ারী কে স্মরণ করে সম্মান জানানোর জন্য এসেছি, ২য়বার এসেছি, আপনারা চাঁদপুর বাসী ধন্য, জননেত্রী শেখ হাসিনা কে বাচাতে চাঁদপুরবাসী রক্ত দিয়েছে।


বিশেষ অতিথির বক্তব্য রাখন স্বেচ্ছসেবকলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ আনির্মল গোস্বামী, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সহ সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, আজিমুর রহমান আজিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ জাকির হোসেন মারুফ, ঢাকা মহানগর (দঃ) স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুল হাসান রিপন, হাইমচর উপজেলা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সহসভাপতি শাহজাহান মিয়া, সহসভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী।
২১ আগষ্ট কেন্দ্রীয় নেতাদের হাইমচর আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ পদ প্রত্যাশীদের নেতাদের নেতৃত্বে ব্যাপক কর্মী সমর্থক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।


সভার শুরুতে উপজেলা স্বেচ্ছা সেবকলীগ যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, নাজমুল আলম পলাশ, জাকির হোসেন এর নেতৃত্ব কয়েকশত মটর সাইকেল নিয়ে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতাদের মোটর শোভাযাত্রা দিয়ে স্বাগত জানান।
সভা শেষ জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ হত দুস্থ মানুষের মাঝে খাদ্য, বস্ত্র সামগ্রী বিতরন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামীরীগ সহ- সভাপতি এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, স্বেচ্চাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি স্বেচ্চাসেবকলীগ নেতা জাকির, পলাশ, শাহআলমসহ জেলা, উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply