করোনাকালে ‌’অকুতোভয় সমর যোদ্ধা’ হিসেবে প্রশংসাপত্র পেলেন এসিল্যান্ড মেজবাহ-উল আলম

হাইমচর প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণের সময় মানুষের পাশে থাকায় ‘অকুতোভয় সমর যোদ্ধা’ হিসেবে প্রশংসাপত্র পেলেন হাইমচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ-উল আলম ভূইয়া। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত প্রশংসাপত্র পেয়েছেন।
করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি, অসহায় ও সংকটাপন্ন মানুষের ঘরে ঘরে মানবিক সহযোগিতা, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনাসহ বহুমূখী চ্যালেঞ্জের মোকাবেলা করায় এ প্রশংসাপত্র পেলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উল আলম ভূইয়া বলেন, এ কঠিন পরিস্থিতিতে হাইমচরের জনগনের সহযোগিতার পেয়েছি। যার ফলে কাজ করতে সুবিধা হয়েছে। এ ধরনের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা হয়ে শক্তি ও কর্মস্পৃহা যোগাবে সামনের দিনগুলিতে। এ জন্য মান্যবর সচিব স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শেয়ার করুন

Leave a Reply