করোনার ৫০ দিনে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে চাঁদপুরে সরকারের ব্যাপক সহায়তা

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান মহামারি করোনা ভাইরাস সময়ে সরকার গত ৫০ দিনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে অসহায় মানুষের সাহায্যে চাঁদপুরে নগদ ১ কোটি ৬ লাখ ১১ হাজার, শিশু খাদ্য ক্রয়ে ৩০ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করেছে। এছাড়া চাল দেয়া হয়েছে ২ হাজার ৩ শ ৪৮ মেঃ টন।
এদিকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দেয়া হয়েছে ২০ লাখ টাকা। কওমী মাদরাসাগুলোর শিক্ষকদের জন্য পাঠানো হয়েছে ৬ লাখ ৬০ হাজার টাকা।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, এসব অর্থ ও চাল আমরা জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলাগুলোতে পাঠিয়েছি। যার ৯৮ ভাগই বিতরণ করা হয়েছে। এছাড়াও আমাদের কাছে আরো ১ শ ৫০ টন চাল এবং ৮ লাখ টাকা দেয়া বরাদ্দ দেয়া হয়েছে। যেটি আমাদের হাতে খুব দ্রুত পৌছে যাবে।
এদিকে প্রধানমন্ত্রী ১৪ মে সারা বাংলাদেশে প্রায় অর্ধকোটি মানুষকে ব্যাংকিং আওতায় নিয়েছেন, তার মধ্য চাঁদপুরে ৭৫ হাজার পরিবার রয়েছে, যারা প্রত্যেক প্রত্যেক পরিবার ২ হাজার ৫০০ টাকা করে ১৮ কোটি ৭৫ লাখ টাকা পেতে যাচ্ছেন। এই টাকা স্থানীয়ভাবে যাচাই-বাছাইশেষে জনপ্রতিনিধিদের তালিকায় পাঠানো পরিবারগুলো মোবাইলে টাকা পেতে শুরু করেছেন।

শেয়ার করুন

Leave a Reply