করোনায় চাঁদপুরের মোট ৩৪৭ জনের মৃত্যু হয়েছে : সিভিল সার্জন

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত চাঁদপুরের ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলায় অবস্থানকালে মারা গেছেন ১৫৪ জন এবং জেলার বাইরে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে ১৯৩ জনের। ২৫ জুলাই রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ভার্চুয়াল সভায় এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।


সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, করোনা পরিস্থিতি এখানে চরম অবস্থায় এবং দিনদিনই অবনতি হচ্ছে। গড়ে এখন ৩শ’ এর উপরে সেম্পল নেয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৫ জন হাসপাতালেই মারা গেছেন করোনায়। এ যাবৎ জেলায় ৭ হাজার ৯ শ ৫৭ জন আক্রান্ত। টেস্ট হিসাবে আক্রান্তের হার এ কদিনই ৪৫ থেকে ৫৫। যা অনেক উদ্বেগজনক। জেলার ভেতরে মারা যাওয়ার সংখ্যা আজ পর্যন্ত ১৫৪ জন। তাছাড়া চাঁদপুরে বাড়ি ঢাকা বা অন্য কোথায়ও মারা গেছেন, এমন আরো ১৯৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। সেই হিসাবে জেলার অধিবাসী ৩৪৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, রোগি যে হারে বাড়ছে, তাতে এখন অক্সিজেন সংকটও দেখা দিয়েছে। রোগির চাপ বাড়ছে সদর হাসপাতালের দিকে। উপজেলায় করোনা বেড থাকা সত্তে¡ও সেসব এলাকার রোগিরা ২৫০ শয্যা হাসপাতালমুখি। রোগিদের এই প্রবনতারোধে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং করোনা প্রতিরোধ কমিটির সহযোগিতা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালেই ২০টি করে করোনা বেড বাড়ানো হয়েছে। সিভিল সার্জন বলেন, অক্সিজেন সাপ্লাই যারা নিয়মিত দিচ্ছেন, সেই আবুল খায়ের গ্রুপ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে অক্সিজেনের পরিমান একটু বাড়িয়ে দেয়ার জন্যে। তাদেরও বোধহয় সংকট আছে, কারণ তারা সারা বাংলাদেশেই সাপ্লাই দেয়। তারপরও তারা বিষয়টি আমলে নিয়েছেন।
সভায় অংশ নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার ( অপারেশন ও অপরাধ) সুূদীপ্ত রায়, চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ, ডিডি এনএস আই শেখ আরমান আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মতলব উত্তর উপজলা চেয়ারম্যান আঃ কুদ্দুস, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, পিডিবি নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার মনির হোসেন প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply