কালীপুর উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ইফতার সামগ্রী বিতরণ

কামরুজ্জামান হারুন :
 মতলব উত্তরের কালীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮  ব্যাচের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন  দিনমুজর,  হতদরিদ্র শতাধিক পরিবারের জন্য, ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কালীপুর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ২৮ এপ্রিল সকালে বিভিন্ন গ্রামের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীপুর হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক বিদুৎসাহী সদস্য রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম ‘ ৯৮ সহ সভাপতি মোঃ মাইন উদ্দিন চৌধুরী, সদস্য খালেদ মিয়াজী জসিম, শাহ আলম, আলী হোসেন, জসিম উদ্দিন, মাসুম ভুঁইয়া সহ ৯৮ ব্যাচের বিভিন্ন ব্যক্তিবর্গ।
ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ এর  সহ সভাপতি মোঃ মাইন উদ্দিন চৌধুরী বলেন, আমরা কালীপুর স্কুলের ৯৮ এর বন্ধুদের সহযোগীতায় ৬ টি গ্রামের  প্রায় শতাধিক পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১ কেজি ছোলা, ১ কেজি  তৈল, ১ কেজি চিনি, ১  ডাল, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি লবন এবং ১ কেজি মুড়ি দেয়া হয়েছে।
শেয়ার করুন

Leave a Reply