ঘুর্ণিঝড় ইয়াশের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক :
ঘুর্ণিঝড় ইয়াশের প্রভাবে গতকাল সোমবার রাত ৯টার পর থেকে চাঁদপুরে বৃষ্টিপাত শুরু হয়। ঘন্টাব্যাপী ঝড়ো বৃষ্টি হওয়ার পর শুরু হয় ঝিরঝির বৃষ্টি। এতে করে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ২ নম্বর হুশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চাঁদপুরও ওই সংকেতের আওতায় রয়েছে। তিনি জানান, পরিস্থিতির উপর নির্ভর করে এ সংকেত পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা বলেন, নৌপথের জন্য আলাদা সংকেত রয়েছে। নদীবন্দরে রাত ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি বলেন, ঝড়ের কারণে চাঁদপুর বেশি ক্ষতির মুখে পড়বে না বলে আশা করি।

শেয়ার করুন

Leave a Reply