চাঁদপুরসহ সারাদেশে চাল ও অর্থ বরাদ্দ

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারাদেশে দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের সাহায্যার্থে ৫ হাজার ৪শ’ ৫০ মেট্রিক টন চাউল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে। মন্ত্রণালয়ের ৪ জুলাইয়ের ৩টি স্মারক চিঠির মাধ্যমে এই চাউল ও অর্থ ছাড় দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পৌরসভার জন্য মোট ৩ হাজার ২শ’ ৮০ মেট্রিক টন চাউল এবং ৩ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এই বরাদ্দের মধ্যে চাদপুরের পুরো জেলা পর্যায়ে ১শ’ টন চাউল এবং ৭টি পৌরসভা অঞ্চলের জন্য প্রতিটি ১০ টন করে মোট ৭০ টন চাউল এবং প্রতিটি পৌরসভায় ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সাথে কথা হলে তিনি জানান, বরাদ্দের চিঠি আমরা পেয়েছি। স্বস্ব পৌরসভা ও উপজেলাকে এখন থেকে দিতে পারবেন। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার লক্ষাধিক ভিজিএফ কার্ডধার প্রতিজনের বিপরীতে ১০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ খুব দ্রুত ভিজিএফ কার্ডধারীদের কাছে পৌছে যাবে। কোভিড-১৯ ছাড়াও অন্যান্য দুর্যোগকালীন সময়ে এই বরাদ্দ খরচ করা যাবে। তবে কোভিড-১৯ যেহেতু অতিমারী দুর্যোগ সে মতে এই চাউল এবং অর্থ বন্টন করা অতি জরুরি। জেলা প্রশাসক আরো জানান, ইতিমধ্যে গত ২৭ জুনের স্মারকের আলোকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্য যে ৪৪ লাখ টাকা বরাদ্দ এসেছে তা ইতিমধ্যে ছাড় দেওয়া হয়ে গেছে। এই ছাড়ে প্রতিটি ইউনিয়নের জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ দেওযা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply