চাঁদপুরের শহীদ কালাম খালেক সুশীল শংকর দিবস আজ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের প্রথম শহীদ, কালাম, খালেক, সুশীল, শংকর দিবস আজ ৩ এপ্রিল। ১৯৭১ সালে এই দিনে হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য চাঁদপুরের কয়েকজন বীর সন্তান পরিকল্পনা করেন কিভাবে চাঁদপুরকে শত্রু মুক্ত করা যায়। পরিকল্পনা করেন বোমা বানানোর। শহরের নতুন বাজারের ট্রাক রোড এলাকায় পোদ্দার বাড়িতে একটি দোচালা টিনের ঘরে বোমা বানানো শুরু হয়। হঠাৎ একটি বোমা হাত থেকে খসে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মারা যান এ ৪ বীর সন্তান কালাম-খালেক-সুশীল-শংকর। এতে টিনের ঘরটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় বাইরে থাকায় তাদের সঙ্গে থাকা কয়েকজন প্রাণে বেঁচে যান।
চাঁদপুরের প্রথম শহীদ কালাম,খালেক,সুশীল সংকর দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী ও নানা কর্মসূচি গ্রহণ করেছেন শহীদ কালাম, খালেক, সুশীল সংকর স্মৃতি সংরক্ষণ পরিষদ। সকাল সারে ৭ টায় জেলা মুক্তিযুদ্ধা সংসদ এর সামনে থেকে শহীদ কালাম, খালেক, সুশীল সংকর মুক্তিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। স্বাস্থ্য বিধি মেনে সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply