চাঁদপুরে আরও ১১৮ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৩০ জুলাই শুক্রবার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৭ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ২২ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণ ১৬, কচুয়ায় ১ জন, হাইমচরে ১ জন শাহরাস্তিতে ১ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫১৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬৬ জন। ৩০ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৭৫ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৩০ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪১৭১ জন, হাইমচরে ৪৭১ জন, মতলব উত্তরে ৫২৩ জন, মতলব দক্ষিণে ৮০৪ জন, ফরিদগঞ্জে ১০৮৬ জন, হাজীগঞ্জে ৯৬৩ জন, কচুয়ায় ৩৮১ জন, শাহরাস্তিতে ১১১৬ জন।
মৃত ১৬৬ জনের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, ফরিদগঞ্জে ২৭ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন, হাইমচরে ৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৯৫২ জনের। এর মধ্যে পজেটিভ ৯ হাজার ৪৯৬ জন আর নেগেটিভ ৩২ হাজার ৪৫৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬৭৪ জন। এদের মধ্যে ৯৯ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৫৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply