চাঁদপুরে আরও ১৫৮ জনের করোনা সনাক্ত, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। ২৪ জুলাই শনিবার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৫ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫২ জন, ফরিদগঞ্জে ২১ জন, হাজীগঞ্জে ১৩ জন, মতলব দক্ষিণে ৮, মতলব উত্তরে ৬ জন, কচুয়ায় ১১ জন,হাইমচরে ১৯ জন শাহরাস্তিতে ২৮ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৯৫৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫৪ জন। ২৪ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১৫ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৪ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬১৭ জন, হাইমচরে ৩৪৭ জন, মতলব উত্তরে ৪৩৫ জন, মতলব দক্ষিণে ৬৭৯ জন, ফরিদগঞ্জে ৮৯৮ জন, হাজীগঞ্জে ৮১৪ জন, কচুয়ায় ২৯৪ জন, শাহরাস্তিতে ৮৭৩ জন।
মৃত ১৫৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, ফরিদগঞ্জে ২৬ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৬ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৯ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৮ হাজার ৩০৭ জনের। এর মধ্যে পজেটিভ ৭ হাজার ৯৩৮ জন আর নেগেটিভ ৩০ হাজার ৩৬৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮৮৮ জন। এদের মধ্যে ৬০ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৮২৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply