চাঁদপুরে আরও ১৫ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় আরও ১৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ৮ আগস্ট চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ পিসিআর ল্যাব থেকে ৭১ জনের নমুনার রিপোর্ট প্রকাশ করা হয়। এতে ১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৮৯০ জন।
৮ আগস্ট নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২ জন, ফরিদগঞ্জে ১ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৭৪৭, হাইমচরে ১২৮, মতলব উত্তরে ১৪৭, মতলব দক্ষিণে ২০৩, ফরিদগঞ্জে ২১৬ জন, হাজীগঞ্জে ১৮১, কচুয়া ৭৮ ও শাহরাস্তি ১৯০ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭৫ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জে ১০, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৭, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

শেয়ার করুন

Leave a Reply