চাঁদপুরে আরও ৩৬৭ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৩৬৭জন করোনা আক্রান্ত হয়েছেন। ১ আগস্ট রোববার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও তিন জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫৪ জন, ফরিদগঞ্জে ৪৮ জন, হাজীগঞ্জে ৩০ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণ ৪৪, কচুয়ায় ২৩ জন, হাইমচরে ৩৮ জন শাহরাস্তিতে ৫৬ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২১৮ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭১ জন। ১ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৭৭ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৪৪৪ জন, হাইমচরে ৫০৯ জন, মতলব উত্তরে ৫৪৭ জন, মতলব দক্ষিণে ৮৬০ জন, ফরিদগঞ্জে ১১৭৮ জন, হাজীগঞ্জে ১০১৯ জন, কচুয়ায় ৪২৭ জন, শাহরাস্তিতে ১২৩৪ জন।
মৃত ১৭১ জনের মধ্যে সদর উপজেলায় ৬৪ জন, ফরিদগঞ্জে ২৭ জন, হাজীগঞ্জে ২৫ জন, শাহরাস্তিতে ২০ জন, কচুয়ায় ৮ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন, হাইমচরে ৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৬১০ জনের। এর মধ্যে পজেটিভ ১০ হাজার ১৯৯ জন আর নেগেটিভ ৩৩ হাজার ৪১১ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩১৭০ জন। এদের মধ্যে ১১২ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩০৫৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply