চাঁদপুরে ১ লাখ ২০ হাজার টিকাদান সম্পন্ন, এসেছে আরও ৩৭ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেয়া সম্পন্ন হয়েছে। কয়েক ধাপে আসা ভ্যাকসিন শেষ হওয়ার আগেই ২৮ জুলাই বৃহস্পতিবার আবারও এসেছে ৩৭ হাজার ৬০০ ডোজ সিনোফার্মের টিকা। টিকাগুলো বর্তমানে ইপিআই ভবনে ফ্রিজিং করে রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী এ টিকাগুলো উপজেলা পর্যায়ে বিতরণও করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।
তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন থেকে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬০ হাজার, দ্বিতীয় ডোজ ৪৫ হাজার। আর সিনোফার্মের টিকা থেকে প্রথমে পেয়েছি ৯ হাজার, দ্বিতীয় ধাপে পেয়েছি ৩৭ হাজার ৬০০ ডোজ। সিনোফার্মের টিকাগুলো এখনো পুরোপুরি শেষ হয়নি। উপজেলাগুলোতে কিছু আছে। আর বৃহস্পতিবার পেয়েছি আরও ৩৭ হাজার ডোজ।
তিনি বলেন, এখন যে টিকা এসেছে এখান থেকে যে উপজেলার যতটুকু চাহিদা অনুযায়ী দেয়া হবে। তারা দু’ দিন আগে এসে নিয়ে যাবে। পরে তারা টিকাগুলো সেখানের ফ্রিজে রাখবে।
সিভিল সার্জন জানান, চাঁদপুরে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় মানুষের মাঝে এখন টিকা নেয়ার আগ্রহ বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply