চাঁদপুরে আরও ৪৪ জনের করোনা সনাক্ত

ইব্রাহীম রনি :
চাঁদপুরে নতুন করে আরও ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মতলব দক্ষিণ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মৃত আব্দুল বারেকের রিপোর্ট পজেটিভ এসেছে। ২৬ জুন শুক্রবার জেলায় ১৯৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪ জন পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৭১৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০ জন। এছাড়া ২৫ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৮ জন। সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৮ জন, হাইমচর উপজেলায় ৭ জন, মতলব উত্তর উপজেলায় ৫ জন, কচুয়া উপজেলায় ১ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তি উপজেলায় ৬ জন।
প্রাপ্ত তথ্য মতে, জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৮৭, হাইমচর উপজেলায় ৪৭, মতলব উত্তর উপজেলায় ৪১, মতলব দক্ষিণ উপজেলায় ৭৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৭২ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৮ জন, কচুয়া উপজেলায় ৩১ জন, শাহরাস্তি উপজেলায় ৯৩ জন।
জেলায় এ পর্যন্ত মৃত ৫০ জনের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ১৩, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়া উপজেলায় ৫ জন, মতলব উত্তর উপজেলায় ৬ জন এবং মতবল দক্ষিণ উপজেলায় ২ জন।

শেয়ার করুন

Leave a Reply