চাঁদপুরে একদিনে আরও ৯১ জনের করোনা সনাক্ত

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় আরও ৯১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গতকাল ২৯ জুলাই বুধবার জেলায় ২৪২ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৯১ জন পজেটিভ আর নেগেটিভ রিপোর্ট আসে ১৫১ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৬ জন। এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। এর মধ্যে গতকাল বুধবারই সুস্থ ব্যক্তিদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৭৪ জন।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৬ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তর উপজেলায় ৭ জন, ফরিদগঞ্জে ১৪ জন, হাজীগঞ্জে ৮ জন এবং শাহরাস্তিতে ৮ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, বুধবার জেলায় রিপোর্ট আসা ২৪২ জনের মধ্যে ৯১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৭০৩, হাইমচরে ১২৭, মতলব উত্তরে ১৩৯, মতলব দক্ষিণে ১৯৭, ফরিদগঞ্জে ২০৪, হাজীগঞ্জে ১৭১, কচুয়া ৭৩ ও শাহরাস্তি ১৭২ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭৪ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জে ১০, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৭, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬ হাজার ৬১৩ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬ হাজার ৪৯৭ জনের। পেন্ডিং আছে ১৩৪ জনের রিপোর্ট।
সিভিল সার্জন জানান, ২৯ জুলাই নতুন করে সুস্থ হয়েছেন ২১ জন। তাদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১০ জন, ফরিদগঞ্জের ২ জন, হাইমচরের ৭ জন, মতলব দক্ষিণের ২ জন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আইসোলেশনে ভর্তি হয়েছেন ৫৮৯ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৬৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত ১৯ জনসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০ হাজার ৪০৫ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৬৫৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৭৫০ জন।

শেয়ার করুন

Leave a Reply