চাঁদপুরে একদিনে ৯৪ জন করোনা আক্রান্ত, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে নতুন করে আরও ৯৪ জনের করোনা সনাক্ত হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। সনাক্তের হার-৩৯.১৬ %। নতুন করে জেলায় মৃতের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, আরটি পিসিআর ল্যাবে টেস্ট রিপোর্ট অনুযায়ী চাঁদপুরে ১৮৮টি নমুনার মধ্যে ৭৩টি পজিটিভ এসেছে। আর র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্ট অনুযায়ী ৫২টি নমুনার মধ্যে ২১টি পজিটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৯ জন, হাজীগঞ্জে ১২ জন, কচুয়ায় ৭ জন, ফরিদগঞ্জে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন, মতলব উত্তরে ৩ জন, হাইমচরে ১ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯০১ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৯ জন। ৫ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ১১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৭ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭৮৬ জন, হাইমচরে ২৮৫ জন, মতলব উত্তরে ৩২৩ জন, মতলব দক্ষিণে ৫২৬ জন, ফরিদগঞ্জে ৬৫০ জন, হাজীগঞ্জে ৫৯০ জন, কচুয়ায় ২১১ জন, শাহরাস্তিতে ৫২৬ জন।
মৃত ১২৯ জনের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।

শেয়ার করুন

Leave a Reply