চাঁদপুরে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৩৩, সুস্থ ৪৪৭২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৮৩৩ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৩ জন। ৮ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪৭২ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ৭ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২২৪২ জন, হাইমচরে ২৪২ জন, মতলব উত্তরে ২৯২ জন, মতলব দক্ষিণে ৪৩৭ জন, ফরিদগঞ্জে ৫৩৮ জন, হাজীগঞ্জে ৪৯১ জন, কচুয়ায় ১৭১ জন এবং শাহরাস্তিতে ৪২২ জন।
মৃত ১২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, ফরিদগঞ্জে ১৮ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৮৫৭ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ৬৬৭ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৮১৪ জন আর নেগেটিভ ২৪ হাজার ৯৫৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৩৮ জন। এদের মধ্যে ১০ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২২৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply