চাঁদপুরে করোনা আক্রান্ত আরও ৫১, সুস্থ ২৪ জন

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় আরও ৫১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মৃতের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ফরিদগঞ্জের ৪০ বছর বয়সী হোসাইন মাহমুদ। ২৬ জুলাই রোববার জেলায় ১০২ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৫১ জন পজেটিভ আর নেগেটিভ রিপোর্ট আসে ৫১ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৯৯৫ জন। আর মারা গেছেন ৭২ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, রোববার জেলায় রিপোর্ট আসা ১০২ জনের মধ্যে ৫১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২৭ জন, হাইমচর উপজেলায় ১ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৮ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ৫ জন, কচুয়ায় ১ জন এবং শাহরাস্তিতে ৩ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৬৫০, হাইমচরে ১২৫, মতলব উত্তরে ১৩২, মতলব দক্ষিণে ১৯০, ফরিদগঞ্জে ১৯০, হাজীগঞ্জে ১৫৯, কচুয়া ৭৩ ও শাহরাস্তি ১৬৪ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭২ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ১০, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৬, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬ হাজার ৩৫৬ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬ হাজার ২২০ জনের। পেন্ডিং আছে ১৩৬ জনের রিপোর্ট।
সিভিল সার্জন জানান, ২৬ জুলাই নতুন করে সুস্থ হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ৪ জন, ফরিদগঞ্জের ৩ জন, হাইমচরের ৪ জন, শাহরাস্তির ৬ জন, হাজীগঞ্জের ৭ জন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আইসোলেশনে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৩৯ জন। বর্তমানে করোনা আক্রান্ত ২৪ জনসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৯৯৩ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ২৫৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৭৩৮ জন।

শেয়ার করুন

Leave a Reply