চাঁদপুরে করোনা আক্রান্ত আরও ২৮ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৬ সেপ্টেম্বর সোমবার ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২ জন, হাজীগঞ্জ ১ জন, মতলব দক্ষিণে ২ জন, মতলব উত্তরে ২ জন, শাহরাস্তিতে ১ জন, ফরিদগঞ্জে ৪ জন এবং হাইমচরে ৪ জন। এদিকে মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার পুরাণবাজারের মদিনা মসজিদ এলাকার নূরুল ইসলাম এবং ফরিদগঞ্জের গোবিন্দপুর এলাকার খোরশেদা বেগম।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬০৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩২ জন। ৬ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১৫৫ জন, হাইমচরে ৮৩৫ জন, মতলব উত্তরে ৮৮০ জন, মতলব দক্ষিণে ১২৫৬ জন, ফরিদগঞ্জে ১৫৮৭ জন, হাজীগঞ্জে ১৪৮৫ জন, কচুয়ায় ৮০৫ জন, শাহরাস্তিতে ১৬০০ জন।
মৃত ২৩২ জনের মধ্যে সদর উপজেলায় ৯১ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩০ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ১২৭ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ৫৮৪ জন আর নেগেটিভ ৪৪ হাজার ৫৪৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩১০৪০৩ জন। এদের মধ্যে ৩৫ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply