চাঁদপুরে ৫৫ জন সাংস্কৃতিক কর্মী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

আপনারা সুস্থ থাকলে আমাদেরকে সুস্থ বিনোদন দিতে পারবেন : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
: নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, করোনাকালীন সময়ে আপনারা একটু কষ্টেই আছেন। তবে এই সংকটকালীন সময়ে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি সেক্টরের কথা ভাবেন। কখনো ভাববেন না আপনাদের পাশে কেউ নেই। আমরা আপনাদের পাশে সবসময়ই আছি। কেউ যেন কষ্টে না থাকে তার জন্যে এটা ছোট একটি ভালোবাসা আপনাদের জন্যে। আমি চেষ্টা করে যাচ্ছি যাদের হক তাদের কাছে পৌঁছানোর জন্যে। আপনারা সুস্থ থাকলে আমাদেরকে সুস্থ বিনোদন দিতে পারবেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫৫জন সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, এই জেলার সকল কাজই জেলা প্রশাসকের কাজ। সব কাজেই জেলা প্রশাসক এগিয়ে আসে। জেলা প্রশাসকের অনেক কাজ রয়েছে। সমস্ত জমির মালিকই সরকার। জনস্বার্থে যে জমি দরকার সেটাই সরকার নিতে পারবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, স্বরলিপি নাট্য সংগঠনের সভাপতি এমআর ইসলাম বাবুসহ সাংস্কৃতিকবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply